যা হারিয়ে যায়

 

 

যা হারিয়ে যায়

 

কখনো কখনো

তোমার বুকে হাত রেখে

শুয়ে থাকতে ইচ্ছে হয়

 

তোমার নাভিকুণ্ডের ওম মেখে

স্বপ্নের রৌদ্রে বাতাসের হাত ধরি

যে হাতে তোমার স্পর্শসুখ ছুঁয়ে আছে

 

অতিদূর মানবসমাজের প্রান্তর জুড়ে

নরনারীর আলিঙ্গনের সময় হলে

ঈশ্বর রং তুলি তুলে রেখে

খোলা বারান্দায় বৃষ্টির ঘ্রাণ নেন প্রাণভরে

শূন্যে তাকিয়ে খুঁজতে থাকেন হারানো অতীত

 

৯ই আষাঢ়’ ১৪২৭

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন