অভিশপ্ত কবিতা

 

 

অভিশপ্ত কবিতা

 

হারানো স্বদেশের ভাঁজে ভাঁজে

ইতিহাসের পাতা জুড়ে ছড়িয়ে রয়েছে

বেআব্রু কুটিল নকশার কারুকাজ

 

আর আমাদের একান্ত শিকড় জুড়ে

অনাবিল শীতঘুমে আচ্ছন্ন বাংলা

আজন্ম বিশ্বস্ত ভুখণ্ডে আহত হৃদয়

 

অসম্পূর্ণ উপাখ্যানে অভিশপ্ত ছায়ামুখ

দিনে দিনে অবিকল আমার ভাষায়

পূর্বপুরুষের মতো কথা বলে যায়

 

জলছবি জুড়ে পরস্পর পরস্পরের মতো

অবিকল, তবু দূরে দূরে দূরত্বে হাঁটি

আমি তুমি নয়ন নাসির নুসরৎ নন্দিনী

 

২৯শে মাঘ’ ১৪২৭

 

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন