অন্তিম আকাঙ্খা

 

 

অন্তিম আকাঙ্খা

 

একতাল মাটির গভীরে

শুয়ে আছি

কফিনের পয়সা জোটেনি

জমানো সঞ্চয় ভেঙ্গে

সামর্থ্যে কুলায়নি সেদিন

তারপর থেকে মাটির সাথে মিতালি

 

দূর্বা’র স্পন্দন বুকে নিয়ে

এক পৃথিবীর মাটি

মাটির গভীরে খেলা করে যায়

মাটির গভীরে শুয়ে শুয়ে

আমি কান পেতে থাকি

দূর্বা’র স্পন্দনে বিপ্লবের দুন্দুভি শুনি

 

আমার নিথর হাড়গোড় জুড়ে

দূর্বা’র দুর্বার কুচকাওয়াজ

এক পৃথিবীর ইতিহাস জুড়ে

অনেক কলঙ্ক জমে আছে,

সেসব পঙ্কিলতা শুদ্ধ করা যেত যদি

এক পৃথিবীর মাটি দিয়ে

 

২৯শে ভাদ্র’ ১৪২৮

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন