অটোগ্রাফ

 

 

অটোগ্রাফ

 

সময়ের অগ্রন্থিত কবিতায়

আমারও স্বাক্ষর আছে

আমিও সকলের সাথে

সকলের মতো দিশাহীন

 

নির্লিপ্ত ইতিহাসের চোখ

হয়তো ভেজে না। ভিজলেও

দেখেনি হয়তো কেউ

আমরা তাই অদম্য সবদিকেই

 

সব ভুল সব পাপ কিংবা পরিতাপ

বারবার ক্ষমাহীন অক্লেশে

চাঁদ নেমে আসা জ্যেৎস্নার

নিরিবিলিতে সহস্রাব্দ পার

 

ভাদ্রের তৃতীয় দিবস’ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন