১২৩

 

 

১২৩

 

কেউ কেউ সবার মতো নয়

সমতলে হাঁটে সোজা পথ

অভিমুখ ঋজু কপটতা নাই

বাকিরা সকলের মতো সবাই

 

রোজকার জয় পরাজয়

হিসাবের ভার বিশ্লেষণ

সরীসৃপের মতন চলন

কেউ কেউ ঠিক উল্টো ধরণ

 

খাপে ঢোকে না মাপে মেলে না

দই মারে না নেপোর মতো

আদতে বেকুব তাই শিরদাঁড়ায় ভর

যদিও সংখ্যায় নেহাতই অকিঞ্চিৎকর

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন