চৌকাঠের সীমানায়

 

 

চৌকাঠের সীমানায়

 

সংসার সমুদ্রের বিষ সেঁকে নিয়ে

স্থির নেত্রে বসে আছি

বয়সের অর্ধ শতাব্দী পাড়ে

 

পাসপোর্টের ছবিতে ঢ্যাড়া পড়ে গেছে

রেটিনার অন্দরমহলে বদল হবে না আর

রামধনু রঙের কোলাজ

 

এক আকাশের নীলিমায় জমি কিনতে চেয়ে

যে নারীর হাত ধরে টেনে ছিলাম

ম্লান হেসে বলেছিল সে, বেকুব একটা

 

অনধিকার চর্চার কুচকাওয়াজে যাই নি আর

তবু কোলাহল থামেনি আমায় ঘিরে

সামুদ্রিক বিষ সেঁকে নিয়ে থেমেছি চৌকাঠে

 

২৩শে আশ্বিন’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন