জলজ সম্ভোগ

 

 

জলজ সম্ভোগ

 

বৃষ্টি পড়ছিল বেশ জোর

উন্মুক্ত বর্শাফলকের মতো

নাগরিক ঠিকানায়

 

আমরা কজন নারী পুরুষ

ভিজে কাপড় গায়ে

পরস্পর অচেনা আড়চোখে

 

বাসের অপেক্ষায়

 

পায়ে পায়ে জল বাড়ে

নাগরিক শহর পরিকল্পনায়

আমরা কিছুটা সন্ত্রস্ত

 

বেহাল, তবু বাসের দেখা নাই

শরীর জুড়ে জলের রেখাঙ্কন

টুপ টুপ উপর থেকে নীচে

 

শারীরিক সন্তাপে বিন্যস্ত

 

সকলেই নিশ্চুপ নিরব

বৃষ্টি ক্লান্ত বাড়ি ফেরার বিকেল

জলে ডোবা সংলাপ

 

ফোঁটায় ফোঁটায় ডুব সাঁতার

শুকনো জামা কাপড়ের মতো নয়

জলজ জীবনের অনাদী ডাকে

 

নাগরিক শৃঙ্খল, পরিতাপ

 

ভাদ্রের এগারো’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন