জপমালা

 

 

জপমালা

 

অক্ষরের সীমান্ত জুড়ে কাঁটাতারের রুটমার্চ

সমস্ত শব্দের মেঠো পথ থেকে

প্রশস্ত নাগরিক রাজপথে আমাদের সাজঘর

 

আমাদের সাজগোজ দেখে এখন আর

অবাক হয় না সেই বালক

উলঙ্গ রাজাকে দেখে যে প্রশ্ন করেছিল

 

না আজ আর প্রশ্ন নয় কোন

সব প্রশ্নের মীমাংসা হয়ে গিয়েছে

উত্তরের ভগ্নস্তুপে জপমালার জয়পতাকা ওড়ে

 

রঙিন জপমালা হাতে আমাদের নিত্যদিন

বাজিকরের জাদুদণ্ডে মশগুল

প্রতিশ্রুতির শিলান্যাসে আমাদেরও ভোট রয়ে গিয়েছে

 

১লা আশ্বিন ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন