টিপ ছাপ

 

 

টিপ ছাপ

 

খাল কেটে বসে আছি জানি

ঘরে খিল নাই

            মুখে আগল

                        চোখে সুখনিদ্রা

            ওরা খুশি

আমার পকেটেও যৎসামান্য

দিলখুশ আতরের ঘ্রাণ

রবিবার মুর্গীর ঠ্যাং কখনো সখনো

 

আর পতাকা মিছিলে পা

কানে ডেসিবেলের মাত্রা চড়তে থাকে

              শিঙা ফুঁকে বিশ্বাসের মার্চপাস্ট

              বিতর্ক নয়। কূটতর্ক যদিও বা

              সবটাই ম্যানিফেস্টো মেপে

আমারও পকেটে যৎসামান্য

দিলখুশ আতরের ঘ্রাণ

রবিবার নেচে ওঠে ঠ্যাং কখনো সখনো

 

কাটা খাল দিয়ে বেনোজল ঢোকে

হাতে ঢাল নাই

             পেটো আছে গোটা দুই

             সাপ্লাই চেন

             ওরা খুশি

আমার পকেটেও যৎসামান্য

দিলখুশ আতরের ঘ্রাণ

রবিবার বেআব্রু ঠ্যাং কখনো সখনো

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন