ঘুম

  

ঘুম

 

গভীর ঘুম থেকে জেগে উঠেছি

সম্প্রতি, অনেকদিন পর

দুচোখের স্বপ্ন ধুয়ে নিয়ে

 

এই ঘুম কিংবা ঘুমও নয় হয়তো বা

নয়ত ঘুমেরই মতোন ঘুম ঘুম

তবু ঘুম, ঘুম ঘুম চোখ নিয়ে

 

তাকিয়ে আছি, চারিদিক অন্ধকার

ছেয়ে আছে নিঃশ্ছিদ্র নিরাপত্তায়

আলোর সামান্যতম রেখাও

 

শুষে নিচ্ছে নিমেষে। সূক্ষ্মতম

আলোক কণাগুলিও নেই হয়ে

মিলিয়ে যাচ্ছে অন্ধকারে

 

এই অন্ধকার সচেতন সজাগ

অতন্দ্র প্রহরায় জেগে থাকে

পাছে কেউ জেগে ওঠে

 

শিরদাঁড়া সোজা করে খাড়া

চোখ মেলতে চায় চারদিকে

অন্ধকার দেখে ফেলে পাছে

 

তাই ঘুম। ঘুমাও আবার

স্বপ্ন দেখ, দেখাও ঘুম ঘুম চোখে

অন্ধকার ঘন নিকষ আঁধারে

 

১২ই শ্রাবণ’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন