চিল নয় শকুন নয় তবু

 


চিল নয় শকুন নয় তবু

 

চিল নয় শকুন নয় এ এক অনন্ত বিস্ময়

বাতাসের মতো শ্বাস নেয়

জলের মতো কথা বলে

মাটি দিয়ে পেতে রাখে ফাঁদ

 

হাত নাড়ে মুখে হাসি শিষ দেয়

তাল দেয় সকলে সকাল বিকাল

মাঝে মাঝে অন্নকূট হরিরলুট

কিংবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রী

 

প্রচারের সবকটি মুখে দানা দেয়

নাচায় হাতের ইশারায়

ঈশ্বরের হাতের কব্জার মতো ভাঁজে

ধরে রাখে তুরুপের তাস

 

চিল নয় শকুন নয় তবু

স্থান কাল পাত্র ভাগাড়ের মতো

পড়ে থাকে দৃষ্টির নীচে

উপরে প্রতিদিন ইতিহাস লেখাচ্ছে

 

শ্রাবণের ১৩’ ১৪২৫

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন