ঝড়

 


ঝড়

 

ব্লাউজের ফাঁক দিয়ে দেখি

পীড়িত স্তনের আভাস

সেখানে জমাটা ব্যাথা জমে আছে

অবরুদ্ধ মিছিলের স্লোগানের মতো

বেহায়াদের লজ্জা কি

                        আমিও তাই হাত বুলাই

শীত গ্রীষ্মের আকাশ জুড়ে আষাঢ়ের মেঘ নামে

আকাশে ঝড়ের আভাস

প্রতিবার গড়পরতা জীবনের মতো গল্প সব

বাকিটা ইতিহাস লিখে নেবে

                         একদিন

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন