চিত্রকর দ্বিধাগ্রস্ত

 

 

চিত্রকর দ্বিধাগ্রস্ত

 

চিত্রকর দ্বিধাগ্রস্ত

 

সমস্ত ক্যানভাস জুড়ে নরকঙ্কাল শুধু

খেতে না পাওয়া হাড়গিলে লিকেলিকে

স্তূপীকৃত পতাকা ফেস্টুন ব্যানারের তলায়

বিচূর্ণ স্লোগানের গুঁড়ো ছিটকিয়ে এদিক সেদিক

 

চিত্রকর দ্বিধাগ্রস্ত

 

উন্নয়নের সৌধ আর সমাধি দুইই পাশাপাশি

পেটে লাথিমারা রাজকীয় লালকার্পেট চারদিকে

দেশপ্রেমের দামামা দাদারা কাহারবায় স্মিতহাসি

কালো হাতের সাদা হাতনাড়া দেখে উল্লসিত জনতা

 

চিত্রকর দ্বিধাগ্রস্ত

 

বিশ্বস্ত ইজেল মহাকালের ঘোড়ার মতো মুখথুবড়ে পড়ে

অবশ তুলির হাড়হিম নিরবতা শিরদঁড়া বেয়ে নিম্নগামী

ইতিহাস প্রকম্পিত নয় তবু সময়ের গ্লানি সময় পিঠে

চিত্রকর চোখ বোঁজেন আত্মগ্লানির অহংকারের মুখোমুখি

 

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন