আদিগন্ত শূন্য অন্তহীন

 

 

আদিগন্ত শূন্য অন্তহীন

 

অক্ষরের স্তূপে চাপা পড়লে কবি।

কবিতা সাঁতরে পাড় পেলে না খুঁজে?

এই পৃথিবী বৃহৎ মহেঞ্জোদরো।

কালের খেয়ায় ঠাঁই হয় না কারো।

 

শব্দ দিয়ে যতই ফোটাও রঙ।

ক্যানভাস তো দ্বিমাত্রিকই শুধু।

শব্দে ছন্দে যায় কি কাটা কবি

মাটির ভিতর শিকড় গভীর নদী।

 

ছায়াপথের সুদূর ইশারা

শব্দে তোমার হয়তো দিল সাড়া।

আদিগন্ত শূন্য থেকে শুরু।

তাই কি তোমার ছন্দে দিল নাড়া?

 

আজকে তোমার আয়ুর কোঠায় দিন

মহাকালের আঁধারে হলে লীন।

কাব্য ছেঁকে অমৃতময় সুধা

কালের খেয়ায় সেও মূল্যহীন।

 

এই যে জীবন আঁধার থেকে আলো।

এই যে মরণ শেষ হিসেবে ভালো।

আদিগন্তশূন্য অন্তহীন।

তুমিই বলো এই কি সমীচিন???

 

(১৯শে এপ্রিল) ২০১২

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন