আজীবন ডট কম

 

 

আজীবন ডট কম

 

একটু আগে এক আকাশ স্বপ্নের ঝিলমিল নামল

আটপৌরে আশাবরীর ঝালরে।

সকালের ভিজে শাড়ীর আঁচলে ধুয়ে গেছে

রাতের দাপাদাপি। স্মৃতি রোমন্থনের ডালায়

মাইক্রোচিপের ভিড়। তবুও আত্রেইয়ের

ঢেউ ভাঙ্গা লাবণ্যে যাবতীয় খুনসুটি ফেলে দিয়ে

দুচোখ বাড়ানো তিস্তায় ভাগীরথী নামলে.....

কি রোম্যান্টিক মনে হয় ভালোবসা ডট কম্।

 

পিলসুজ ওল্টানো অন্ধকার জমে ওঠা বুকে

জলপ্রপাতের শব্দে কান পেতে শোনো,

শীতরোদ শুয়ে আছে একা

মাইল মাইল হলুদ পাতার মর্মর শয্যায়।

তবুও আরক্ত চুম্বনের সৌরভ ছড়ানো

আলিঙ্গন মেখে রাজপুত্র রাজকন্যারা

হাত নেড়ে গেলে দীর্ঘশ্বাস ক্ষণস্থায়ী হয়।

আলোকবর্ষব্যাপী জীবন

সপ্তপদী শোভাযাত্রার প্রস্তুতিতে

নিমগ্ন আজীবন ডট কমের চতুর্দিকে।

 

(৩০/১১/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন