আনুভূমিক

 

 

আনুভূমিক

 

আনুভূমিক নগ্নতায় পার্থিব সুখের কৌট ভরে

আছে দলিল দস্তাবেজ। সরকারী-

দরকারী শীলমোহরে বিশ্বাস নিশ্চিন্ত।

রাত্রি তৃতীয় প্রহরে মিলন পরাগ।

 

নদীর জলে মুখরেখাগুলি ভাঙ্গতে ভাঙ্গতে

গলিত শপথ স্থবির--বিষধর বেঁচে থাকা।

অমৃত সঞ্চয় লোভে নিশাচর ক্ষোভের

শানিত তরবারি হাওয়া কেটে চলে।

সাত সমুদ্রের লোনা জলে বিক্ষোভের আঁচ

প্রশমিত হলে, দেখা যায় সকলের পকেটেই

জমে গিয়েছে হত্যার সংকল্প।

মানবের অস্থি পোড়া ছাইটুকু থেকে বারুদ সঞ্চিত হলে;

আশাভঙ্গের পাশায় শকুনীর  ফের জয়োল্লাস।

পাঁজরে দুষ্ট কীট নড়ে।

 

ভালোবাসা ভালো।

তবে মালিন্যবর্জিত নয় এখনো।

পরাগ মিলনের রাতে

ভালো করে খোঁজ নিতে হতো

আনুভূমিক নগ্নতা:

বিষের-থলি কি রেখেছে অক্ষত?

 

(১৬/০৮/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন