পরকীয়া পেড়িয়ে

পরকীয়া পেড়িয়ে


অনেকটা শারীরীক উত্তাপ ছেঁকে নিয়ে

যে গোলাপটা ফুটিয়েছি।

নরম কাঁটার উষ্ণ আঁচড়ে দেখ

আমার গোলাপী স্বাক্ষর তোমার নরম বুকে পরম নিশ্চিন্তে।

আমাদের আলিঙ্গনের আসমানী ভোরের নরম কুয়াশা

হয়ত কেটে যাবে একদিন।

হয়তো শিশু রোদ তোমার নরম বুকে আমার উষ্ণতা মেখে

ভালোবাসা ছড়াবে আরো।

আরো আলো, আরও দিগন্ত প্লাবি দুরন্ত উদ্দীপনায়।

অনেক আলোকবর্ষ দূরের

শিশুরাও একদিন সে আলো গায়ে মেখে

 বয়সসন্ধিতে এসে, প্রেমের বর্ণপরিচয়ে শিখে নেবে আমাদের।

হয়ত সেদিনের ভোরে সংবাদ শিরোনামে

বেআব্রু ক্যামেরা ঝলসাবেনা

আজকের মতো।

সূর্য্য আরো আলো হয়ে

আমাদের উষ্ণতায় প্রেমের কবিতা পড়বে সবার শরীরে।

গোলাপী প্রেমে পড়বে না নিষিদ্ধ কাঁটার অশ্লীল আঁচড়।

(২৮/১১/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন