নিসঙ্গ সংলাপ

নিসঙ্গ সংলাপ

 

আসমানী চাঁদের আলোটুকু বুক পকেটে নিয়ে....

ব্যস্ত পায়ের ত্র্যস্ত মিছিলে

সকালসন্ধ্যা হিসেবের ডন বৈঠকে তোমার নাম।

সেই নাম ইতিহাসের তাজমহলে

আমিও খোদাই করে রেখে যাব কথা দিলাম।

সূর্যস্নাত রাত উচাটন রিক্ত এই ভোরে।

 

সন্তানসম্ভাবনা নারীর মতোন

আমিও কবিতার জন্ম দিয়ে যাবো

শরীরী মানচিত্রে কোনো মতবাদের

জন্মান্ধ দলিলের স্বাক্ষর থাকবে না দেখো।

এ আমার নিসঙ্গ শপথ।

শপথ বিক্ষুব্ধ শহীদদের আত্মার বিস্মৃত বেদীতে।

 

মানুষের আশা ভরসার হতাশার ইমারতে কোনো প্রত্যয়ের গাঁথনী থাকে না।

থাকে লোভ লালসা লাম্পট্যের পোশাকি গোঁজামিল।

ইতিহাসে তাই

সভাকবির ডাক পড়ে নিত্য।

 

(২৯/০৩/১২)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন