নীলাঞ্জনা নীলে

নীলাঞ্জনা নীলে 


শরতের বিকেল নিয়ে চোখে নীলাঞ্জনা নীল

শাদা হাসি ছড়িয়ে বাড়িয়ে দিল হাত

দেখা হয়েছিল কোনো এক  বৈকালিক বিতানে

বন্ধুবৃত্তের বন্ধনে। পরণে আকাশগঙ্গা শাড়ী

আঁচলে কাশফুলের মাতন।

চওড়া কাঁধে পরিব্যাপ্ত প্রত্যয়ে

আত্মবিশ্বাসের শুভ্র অবকাশ।

এক নদী ঢেউ নিয়ে সচল ছন্দে

হয়ত আমারই মুখোমুখি এসে দাঁড়ালে সে।

বিস্মিত অভিভুত আমি বিমুগ্ধ আনন্দে বাকরুদ্ধ।

এক আকাশ রামধনু বুকে সমস্ত বিকেল

তখন আমাদের জুড়ে দিল মানবসঙ্গীতে।

নদীর মত মানুষের জীবন।

ঢেউ ভেঙ্গে ভেঙ্গে। পা ভেঙ্গে

পথ করে নেওয়া।

ভালোবাসার প্লাবন বিমুগ্ধ

পলিতে প্রেমের রঙ ধরালে

নীলঞ্জনা নীলরা ফুটে ওঠে

এমনি কোনো শরতের বিমুগ্ধ বিকেলে।

তাদের ফেরাতে নেই হাতটি বাড়ালে।

 

 (২৩/০৯/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন