নোনতা জলের মেয়ে

নোনতা জলের মেয়ে


আজকে আমার শরীরে প্রেমের জোয়ার এসেছে

আষাঢ় ভরা মেঘে এক সমুদ্র নোনতা জলের মেয়ে

তুমি মিষ্টি হয়ে এলে

মাধবীলতার পাতায় সবুজ সবুজ জল এখনো টলমল

আমার পিটারইংল্যাণ্ডের সুতো

তোমার মন ভেজানো চুমুর মানে বুঝতে পারেনি আজও

কাঞ্চন ফুল গুলো বাগানের অভিমানী কোণে

আজ খেদ রাখেনি মনে

শুভ্রহাসির হিল্লোলে তোমায় নিয়ে তাতা থৈথৈএ মেতেছে

শ্রেয়সী তোমার নাম রেখেছিলাম

কার্তিকের নবান্নের দেশে

 আজ তুমি আমার নাগালের এত কাছে

ফসল ফলানো স্বপ্নিল আবেশে

 তবু হয়তো জন্মের মানে মানুষের ইস্তাহারে

আজো অর্দ্ধস্ফূটই আছে

 

হাজার বছর পরে এমনই

আষাঢ়ে শ্রেয়সী তোমায় নিয়ে হয়ত কবিতা লেখা হবে

সেদিনও নোনতা জলের মেয়ে তুমি

মিষ্টি জল দেবে


(২৩/০৬/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন