পরিত্যক্ত সংস্করণ

পরিত্যক্ত সংস্করণ


পরিত্যক্ত সংস্করণের পাতায় ভালোবাসার অক্ষর অশ্রুসজল

এখনো স্বরবৃত্ত দলবৃত্তের ফাঁদে

আকণ্ঠ নিমজ্জন

রূপকে অনুপ্রাসে ঘুমোয় বছর ভর

সূর্য ওঠা ভোরের গন্ধে

সম্পাদকের তাড়া নেই আর

বইমেলার ধূসর স্মৃতিতে অন্ধকার মুখে

শব্দের কঙ্কাল ছাপার কালিতে মুখ ঢেকে রাখে।

কি লজ্জা তোর

শাদাকালো এই তো জীবন শুয়ে থাক চিৎ হয়ে

চিন্তার কপালে ভাঁজের রেখা যুগপৎ অস্থির

ও নিশ্চিত কাব্যের পর

 

তবু সন্ধ্যার নিয়ন বাতির দাবি এসে নিয়ে যাক পাঠকের মন

 অনুভবে হৃদয় সকাতর

ভালোবাসার ঠোঁটের স্বরক্ষেপণ কণ্ঠের জাদু দরদী মননে

ভালোবাসা বিশ্বাসে প্রত্যয়ের ভিতে,

যে স্বপ্নের জাল বুনে জীবন পার কবিবন্ধু

আজ দরদী অন্ধকার

 

(১৭/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন