লং মার্চ

লং মার্চ

 

দুমুঠো সকাল সামান্য মুচমুচে রোদে ভেজে নিয়ে

বসে আছি

তুমি এলে তোমার আঁচলে বেঁধে দেব

প্রলম্বিত রাতের কুচকাওয়াজে

তোমার অবিন্যস্ত শিথিল শাড়ী টানটান করে নিও

আমাদের লং মার্চের এখনো অনেকটা পথ বাকি

আজকের আকাশটা

যতটা টান টান নীলের উত্তেজনায় কাঁপছে

আমরাও উত্তেজিত পারদ ছোঁব ঐ আকাশের মাপে

নয়তো নবজাতকের শিরদাড়াঁয় মানবিক প্রত্যয়

দৃঢ়তা পাবে কি আর?

ঢের প্রতিজ্ঞা শপথ গড়াগড়ি খেয়েছে

পূর্বপুরুষের শিথিল প্রত্যয়ে

কতো শিলান্যাসে হেসেছে নিয়তি।

জমেছে কষ্টের ধুলো

আমাদের মিলনবিন্দুতে মেলাতে হবে প্রিয়া

সে সব টুকরো হিসেবগুলো

মুঠো মুঠো সকাল মুচমুচে রোদে ভেজে নিয়ে

তোমার আমার লং মার্চ

এখনো অনেকটা পথ বাকি

 

(০৬/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন