শপথ

শপথ

 

আগলে রেখে শরীর জুড়ে

তোমার গভীর গোপন

আমার গহন দহনে

 

স্মৃতি আর উষ্ণতার ছোঁয়া

নিয়ে খেলে যায় ইতিহাস

রাত বারোটার রাতে

 

তবুও যুদ্ধ মানে রক্ত

অস্ত্র মানে লোভ

সময়ের হালে পানি না পেয়ে

 

পথ ভুল করে পৃথিবী

ছায়াপথের তিমিরে

কালপুরুষের আঁচলে

 

লড়াইয়ের অবিন্যস্ত ময়দানে

রোদ আর রক্তের ফোটায়

তুমি বৃষ্টি দিও দুধের

 

তবুও বিপন্ন সময় যদি

মানুষের কথা স্মরণে

যিশুক্রুশে হাসি হয়ে ঝোলে

 

ফসল কাটা মাঠে হেমন্তের

সকাল খুঁজে নেবে

সম্ভাবনার বীজ নিশ্চয়

 

আমাদের রাজনীতির রঙে

কত অন্ধকার ঘনালো

তবুও বীজ জানে মনে

 

কবিতার দূর্মর আবেগের বেগে

অনাদি অন্তহীন পথে

তুমি আমি ও আমরা

 

রেখে যাব আমাদের

শেষ প্রণতি- নবজাতকের

জীবনের ভিতে....

 

 (২৯/০৩/১২ )

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন