লৌকিক অলৌকিক

লৌকিক অলৌকিক

 

পৃথিবীর ভাণ্ডারে খুব বেশি ভালোবাসা

 অলৌকিক হয়ে নেই হয়তো যেটুকু আছে;

সমস্ত লৌকিকতার পরিমাপে

কিছুটা ক্রিয়াকর্ম আর বাকিটা পূর্বরাগ অব্দি গড়ায় বড়োজো

নয়তো ধাপে ধাপে

পরস্পরের প্রয়োজনের সিঁড়িতে ওঠা নামা শুধু

জানি বিশ্লেষনের ঘেরাটোপে

অনেকটাই কড়া হয়ে গেল বিবৃতি

তবু গৌতম বুদ্ধ থেকে ক্রশবিদ্ধ যীশুর প্রতিবিন্দু রক্তের ওজন মেপে

যদি পড়ে দেখা যায় গোটা ইতিহাসটা আগাগোড়া

খুব বেশি মহাপুরুষ জন্মায় নি কিন্তু ঘরে ঘরে

বরং সেনাপতিদের কুচকাওয়াজে অনেক বেশি কাজ হয়েছে

অর্থাৎ প্রতিদিনের চুমুগুলো

গোনাগুনতি দেনা পাওনার ইস্তাহার মেপে

সাবলীল যতটা,

 ততদূর ভালো আমরা সবাই

লৌকিক ভালোবাসায় সখী

তবু বিশ্বাসের ডুমুর ফুটবে হয়তো দেখো

 

(৩০/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন