শতাব্দীর বেদনা

শতাব্দীর বেদনা

 

আমার চোখের দিকে তাকাও

স্পষ্ট সুর্য্যের আলো নিয়ে দুফোঁটা;

নিরুক্ত আবেগে ভাঙ্গা রাজপ্রাসাদ মুখ থুবড়ে পড়ে আছে।

লোকশ্রুতি পরম্পরা

সন্ধ্যাপ্রদীপের শিখরে দাঁড়িয়ে নাচে।

কয়েক শতাব্দী আগে এইখানে জনান্তিকে হৃদয়;

তোমার আঁচল ছুঁয়েছিল-- বুকের উষ্ণ গরলে

অমৃতের সঞ্চয়নের সে সাধ

তোমার বিস্বাদ মনে হলো।

শঙ্খমালা কঙ্কাবতী নদী রামধনু রঙ স্বপ্নে

উড়ান দিয়ে শিকড় ভরা জলের উৎস নিয়ে-

স্পষ্ট দেখো তোমার দিকে চেয়ে।

 কিন্তু তোমার পক্ষীরাজের ঘোড়া।

লাগাম তোমার হাতে কি ছিল মেয়ে?

প্রগাঢ় মন্ত্রে আর্তনাদ চেপে নিয়ে অবিরাম

জ্বলে যেতে যেতে যেতে

কত শতাব্দী এল গেলো।

নিরুদ্ধ আবেগ নিয়ে বুকে ঐকান্তিক।

ভারতবর্ষ  পা বাড়ালো।

 

(১৫/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন