বেহালাবাদ্য

 

বেহালাবাদ্য

 

সম্প্রতি বেহালা বাজানো শিখছি

জানি না, নিরোর মতোন সুরঝংকার

 

প্রয়োজনের সময় আয়ত্ত হবে কিনা,

তবু চেষ্টার অন্ত নেই

 

তড়িতাহত ধুকপুক সময়ের ঘোলাটে চোখে

চোখ রেখে শিল্পের নোটেশান টুকে রাখি হৃদয়ে

 

বাকি সব সভাকবিদের সভামঞ্চের নীচে

বসে থেকে জীবনের অ আ ক খ শিখি

 

বেহালার সুর মূর্ছনায় মজে থাকার কৌশল

আয়ত্ত করা, বড়ো সহজ কথা নয়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন