তালপাতার সিপাই

 

তালপাতার সিপাই

 

তালপাতার সিপাইয়ের সাজে

উপদ্রুত সময় উদ্ধার, বড়ো কঠিন

তবু বনেদী সংলাপে কুচকাওয়াজ চলে

রাত্রিদিন না হোক, সময় অসময়ে

 

এসময় এমনই হয়। চারিদিক বিবস্ত্র নগরী

উৎসবে শোকে আমোদে আহ্লাদে,

মুখোশ নৃত্যের তালে তালে ভিড় বাড়ে

সে ভিড়ে বিব্রত হতে হয় নিজেকে নিয়ে

 

জমানো হিতোপদেশ ঝেড়েঝুড়ে দেখেছি

প্রলাপের অট্টোহাসির মতোন শোনায়

বাকিরা কানাকানি করে চাপা হাসি ঠোঁটে

আমি তাই নিজেকে শুধরে নিতে যাই

 

তালপাতার সিপাইয়ের সাজ তোলা থাক

কানকাটা বেহায়া না হোক, চাপাচুপি দিয়ে

তবু যদি মুখোশে মুখ ঢোকানো যায়

উলঙ্গ নৃত্যে তবে পরস্পর বেশ মানায়

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন