অবসর

 

অবসর

 

এখন অবসর যাপনে এসে

তার কথা মনে পড়ে খুব

 

কর্মের কোলাহল থেকে দূরে

দেনা পাওনা মিটিয়ে দিয়ে

 

সেও যেন এসে দাঁড়ায়

কাছে, কাছাকাছি

 

মুখ তুলে মুখোমুখি

বসি দুজনে

 

চোখ জানে চোখের ভাষ্য

চোখে চোখে

 

কথা কানাকানি হয়

যে কথা হয়নি বলা

 

কোনদিন আগে, তাও যেন

বলা হয়ে যায় অবসর যাপনে

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন