ব’য়ে বুদ্ধিজীবী

 

ব’য়ে বুদ্ধিজীবী

 

অনেকেই জানে মেরুদণ্ড থাকলে

কখন কোথায় ঝুলিয়ে রাখতে হয়

আমিও তাই শিরদাঁড়া সামলে সামলে চলি

 

মাথা দোলাই, হাত কচলিয়ে দণ্ডবৎ

দুই কান খাড়া রেখে সজাগ থাকি

আকর্ণ বিস্তৃত হাসিতে সেলাম ঠুকি

 

তারপরেও ঠোকাঠুকি লেগে গেলে

শিরদাঁড়া মেরামত করে নিই, নতশিরে

টোটকায় কাজ দেয় ভালো, তাল ঠিক থাকে

 

তালে তালে বাকিদের সাথে, হ্যাঁ হ্যাঁ

আমিও ভালো থাকি। ঘরদোর নতুন নতুন

স্মিতহাসি ঘরণীর কোলে মাথা রাখি

 

ক্ষমতার লেজ নাড়া দেখি চোখ বুঁজে

খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আখের গোছাই

সন্তান সন্ততি যেন থাকে দুধে ভাতে

 

২৯শে নভেন্বর ২০২২

©শ্রীশুভ্র

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন