আদি অন্তহীন

 

আদি অন্তহীন

 

মহাকালের উত্তর জানা নেই

নিজের যোগ্যতার খোঁজ রাখি না

সাফ কথা, আমি মন্ত্রহীন

 

এই দেশ এই বিশ্ব কিংবা চরাচর জুড়ে

কথা আর কবিতার কোলাজে

আমার কোন সাক্ষর নেই

 

না থাক। ক্ষতি নেই

প্রতিদিন দুবেলা পেটে ভাত পড়ুক

সাকি আর সুরায় সন্ধ্যা রাত্রি হোক

 

তৃপ্তির আঙিনা জুড়ে ছড়িয়ে থাকুক

বাপ ঠাকুর্দার বনেদি ঢেঁকুড়

দেহের ভাঁজে ভাঁজে মহাকাল খেলে যাক

 

২৯শে নভেম্বর ২০২২

©শ্রীশুভ্র

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন