শূন্যতার ব্যারিকেড

 


শূন্যতার ব্যারিকেড

 

ঘুমিয়ে আছি, সুষুপ্তির মায়াজালে

নিরেট অন্ধকার, নিস্তব্ধ চরাচর

মহাস্থবির শূন্যতার ব্যারিকেড

….ছত্রভঙ্গ স্বপ্নেরা বিদ্ধস্ত তখন

 

শব্দের আশ্রয় ছেড়ে আরও বহুদূর

বিশ্বাসের মলিন খোলস ফেলে

না! কোন যুক্তি নয় তর্কও নয়

….হৃদয়ের পিছুটান উপেক্ষা করে

 

এই এক অনন্ত ঘুমে, চিরকাল

স্বপ্নহীন প্রতিবিম্বহীন শব্দহীন

মহাস্থবির শূন্যতার ব্যারিকেডে

.…ইতিহাস ডানা গুটিয়ে নিয়েছে তখন

 

©শ্রীশুভ্র ২৭শে জানুয়ারি ২০২৪

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন