লাইনে আছি

 


লাইনে আছি

 

পরিযায়ী ছায়াদের অভুক্ত খাবারে

পিপীলিকার উচ্ছিষ্ট লেগে

মাথার উপরে গনগনে রোদ

স্থির নেত্রে বিকারহীন

 

বাকি’রা লাইনেই আছি বরাবর

সময়ের আগে কিংবা পরে

পরস্পরের পা মাড়িয়ে পরস্পরের

আগে, পেটে অদম্য খিদে

 

ইতিহাসের পাতার পর পাতা জুড়ে

পাতায় পাতায় উচ্ছিষ্টের দাগ লেগে,

বুদ্ধ কনফুসিয়াস মার্কস লেলিন

মৃত সব, শুধু আমরাই লাইনে আছি…

 

©শ্রীশুভ্র ২৮শে জানুয়ারি ২০২৪

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন